জাতীয় শিক্ষানিতী 2010 এর বাস্তবায়ন চলছে। এরই পরিপেক্ষিতে নতুন কারিকুলাম ও সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে।সৃজনশীল পদ্ধতির প্রধান থীম হচ্ছে“পাঠ্য বই পড়বো,বুঝবো,আর নিজের মতো করে লিখবো।”এমন এক সময় এই পদ্ধতিটি চালু হচ্ছে,যখন আমাদের শিক্ষার্থীরা নিজের মতো করে লিখা ভুলতে বসেছিল।অথৃাৎ শিক্ষার্থীদের নিজের কোন কথা নেই - সবই বইয়ের বা নোটর কথা।সৃজনশীল পদ্ধতির ল্কষ্য হচ্ছে শিক্ষার্থীর মুখস্ত বিদ্যা থেকে সরিয়ে পাঠ্য বেই মুখী করব।কিন্তু এতো চমৎকার জীবনমুখী, বাস্তবধর্মী পদ্ধতির জন্য চাই উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী, অবকাঠামগত সুবিধা, উপকরণ ব্যাবহার, আনুসঙ্গিক সুবিধা সহ একটি শিক্ষা প্রতিষ্ঠান।অত্র প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব খেলার মাঠসহ প্রসস্থ শ্রেণিকক্ষ ্্রবং খোলামেলো পরিবেশ।

উল্লেখিত সুবিধাদি সহ আপনাদের হাতের কাছে গড়ে উঠেছে “ন্যাশনাল আইডিয়াল স্কুল,গাজীপুর।”

সুুশিক্ষার কোন বিকল্প নেই।
About Us image
I BUILT MY SITE FOR FREE USING